সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ আর নেই। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌদি রাজকীয় আদালতের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। শায়খ আবদুল আজিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এক শোকবার্তায় তারা বলেছেন, গ্র্যান্ড মুফতির ইন্তেকালে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব একজন বরেণ্য ইসলামিক চিন্তাবিদ ও আলেমকে হারাল, যিনি ইসলামের খেদমতে আমৃত্যু কাজ করে গেছেন। মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ...