অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাদের দপ্তরে হাজির হন তিনি। তাকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন তারকাকে ডাকা হয়েছে। এরমধ্যে আছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং বলিউড অভিনেতা সোনু সুদ। তাদের সবাইকে শিগগিরই তলব করা হবে। আরও পড়ুনআরও পড়ুনতামিম নাকি বুলবুল, সভাপতি পদে আশরাফুলের ‘ভোট’ পাচ্ছেন কে? ইডির অভিযোগ, নিষিদ্ধ এই অ্যাপটি বছরের পর বছর ধরে অবৈধভাবে ভারতীয় ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। বিদেশি সারোগেট ওয়েবসাইট ও অফশোর কোম্পানির মাধ্যমে অ্যাপটি চালানো হয়। এর আগে সিবিআই ওই বেটিং সাইটের মূল অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছিল। কর্তৃপক্ষের দাবি, অ্যাপটিতে অর্থপাচার, কর ফাঁকি...