এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাত শতাধিক মন্দির-মণ্ডপকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাই পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রতিটি মন্দির-মণ্ডপে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সনাতনী জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, ৮ দফা দাবি বাস্তবায়ন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের সব কারাবন্দির নিঃশর্ত মুক্তি এবং বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র তথা দেশ বিনির্মাণের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে সংগঠনের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার রাষ্ট্রের কাছে জানিয়ে আসা তাদের আট দফা দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছেন এ দেশের...