সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মারা গেছেন। রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি আরবের রাজ দরবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন। ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যুর পর আল-শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল। রাজ দরবারের এক বিবৃতিতে বলা হয়েছে, “শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।” সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে ইমাম তুর্কি...