সিলেট নগরের জন্য হকার একটি বড় সমস্যা। তাদের জন্য সিটি করপোরেশনের (সিসিক) একটি স্থানে শেড (ছাউনি) করে দেওয়া হয়েছে।তাই তাদের স্থান সংক্রান্ত কোনো দাবি আর মানা হবে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হকারদের পুনর্বাসনের জন্য নগরের লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিসি। সারওয়ার আলম বলেন, হকার হলো এই নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে তাদের অ্যালাউ করবো না। হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে আধা ঘণ্টা সময় লাগে। তাদের সড়ক ছাড়তেই হবে। সড়ক দখলে নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ আইনত নেই। জেলা প্রশাসক বলেন, নগরের লালদিঘিরপাড়ে সিটি করপোরেশনের (সিসিক) জায়গা আছে বলেই আমরা তাদের জন্য (হকার) শেড তৈরি করতে পেরেছি, এটি একটি বড় বোনাস।...