ইউক্রেন যুদ্ধের পর থেকে মিত্রদের বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা। কিন্তু এবার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে পশ্চিম ইউরোপে নীরবে অস্ত্র বিক্রি স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের শঙ্কা, এই সিদ্ধান্ত আমেরিকা ও ইউরোপ সম্পর্কে ফাটল ধরাতে পারে। আর দীর্ঘমেয়াদে দুর্বল হবে ইউরোপের প্রতিরক্ষা। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে ৬ হাজার ৭শরও বেশি (৬৭ বিলিয়ন) ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা। এর বেশিরভাগই দেওয়া হয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে। তবে মার্কিন কর্মকর্তাদের বরাতে সম্প্রতি দ্য আটলান্টিক জানিয়েছে, আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে পশ্চিম ইউরোপে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর প্রথম ইঙ্গিত মেলে ডেনমার্কের সঙ্গে বহু বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি না করার সিদ্ধান্তে। তবে শুধু ডেনমার্কই নয়, ইউরোপের অন্যান্য দেশও...