ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল মা ও কোলের শিশু কন্যার। ভেঙে গেল একটি পরিবারের স্বপ্ন।এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে। ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন- বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী বিশ্বাস (৩৪) ও তাদের মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। এ ঘটনায় মা হারা হলো সমির মণ্ডলের পাঁচ মাস বয়সী কন্যা জানভি মণ্ডল। সমির মণ্ডল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর-১ টোলারবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন। তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী জয়ন্তী বিশ্বাস জ্বরে আক্রান্ত হন। পরদিন ১৪ সেপ্টেম্বর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে বাসায় রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর মেয়ে প্রতিভা মণ্ডল জ্বরে...