রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এই দিনটিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালনসহ ৮ দফা দাবি জানিয়েছেন হতাহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন তারা। সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, তারা অবর্ণনীয় ট্রমার মধ্য দিয়ে দিন পার করছেন। অনেকের জীবন-জীবিকা থমকে গেছে। বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ তাদের খোঁজখবর নিচ্ছে না। প্রধান উপদেষ্টা তিনজন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেননি। ঘটনায় আহত জায়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত বলেন, ‘আমার মেয়েটা পরিপাটি ছিল। হাতে মেহেদি দিত, ব্রেসলেট পরত। ওর হাত পুড়ে ছাই...