মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে চাঁদা আদায়ের অভিযোগে মাসুম আহমদ (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহর থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাসুম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত বাদী হয়ে মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে মাসুমসহ দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামি জালালুর রহমান (৩০) পলাতক। বাদী আব্দুল বাসিত জানান, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ মাসুম, জালালুর ও এক অচেনা নারী তার বাড়িতে আসেন। তখন মাসুম মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। পরে নারীকে বের করে দিয়ে...