এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। দুজনই ওই নারীকে নিজের স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। দুজনের টানাটানি ও হাতাহাতি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায়। পরে স্থানীয়রা খবর দিলে তিনজনকেই থানায় নিয়ে যায় পুলিশ। এতে আরও উত্তেজনা বাড়ে। থানা চত্বরেই নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই তিনজনকেই ১৫১ ধারায় (নিরাপদ হেফাজত) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা হলেন- ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারী, ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডু ও একই এলাকার সীমা অধিকারী। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক...