নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে হেনস্তার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাবেক কূটনীতিকরা বলছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিদেশের মাটিতে এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে হেনস্তা করা হয়। দেশীয় রাজনৈতিক দ্বন্দ্ব বিদেশে গিয়েও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় রূপ নিচ্ছে। সর্বশেষ নিউইয়র্কের এ ঘটনা নিয়ে চলছে নানামুখী সমালোচনা। এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সমর্থকরা বিদেশের মাটিতে এমন আচরণ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এটা খুবই অনভিপ্রেত। বাংলাদেশের মানুষের জন্য এটি লজ্জাজনক একটি বিষয়। আখতার হোসেন সেই মানুষ, যিনি ফ্যাসিবাদের সময় প্রতিবাদে সামনের সারিতে ছিলেন। যেভাবে কূরুচিপূর্ণ মন্তব্য করে...