৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। সন্ধ্যার দিকে কলম্বোতে পৌঁছান তারা। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে অবশ্য দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর সাউথ আফ্রিকা এবং ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে প্রস্তুতি ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে ভারতে যাবে লাল-সবুজের মেয়েরা। ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ। একই...