বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে বিনোদন জগতে পা রেখেছেন। তিনি ‘ব্যাডস অব বলিউড' সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে বলিপাড়ায় বিস্তর চর্চা শুরু হয়েছে। কিন্তু এবার এ সিরিজটি আইনি জাঁতাকলে পড়েছে। সিরিজে একাধিক তারকার ক্যামিও রয়েছে। এর মধ্যে আছেন শক্তিমান অভিনেতা রণবীর কাপুর। তার একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই গ্যাঁড়াকলে পড়েছেন অভিনেতা। তার বিরুদ্ধে করা হয়েছে এফআইআর। তবে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ত্যাগ করেছেন। তাই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। রণবীর কাপুরের দৃশ্যে দেখা গেছে— ভেপিং করছেন অভিনেতা, যা বিশেষ এক ধরনের ধূমপান। এ দৃশ্যে আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের পক্ষ থেকে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। শুধু রণবীর নয়,...