রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুইদিন বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে রাকসু নির্বাচনের তারিখ পেছানোর কারণে তা বাতিল করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:রাবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বানরাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তিত হওয়ায় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হলো। এ বিষয়ে জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, “প্রশাসন ২৪ ও ২৫ তারিখ যে ছুটির ঘোষণা দিয়েছিল রাকসু নির্বাচন পেছানো তা বাতিল হওয়াই স্বাভাবিক।” এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত রাকসু নির্বাচন নিয়ে উৎসবমুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে। প্রার্থীরা নানা কৌশলে...