আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে রাজনৈতিক দলগুলোর জন্য ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’। একই সঙ্গে, ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিধান প্রবর্তনেরও প্রস্তাব দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাবগুলো লিখিত আকারে জমা দেয় ফোরাম। তাদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশের সংবিধানে নারীর রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বর্তমানে দলীয় মনোনয়নের মাধ্যমে নির্বাচিত সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা জনগণের কাছে সরাসরি জবাবদিহিতার বাইরে থাকেন। তাই সরাসরি জনগণের ভোটে নারী প্রতিনিধিরা নির্বাচিত হবেন। সংসদের সংরক্ষিত আসনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হোক। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে তাদের মোট প্রার্থীর মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী...