নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে মো. জিদান হোসেনকে (২২) হত্যাচেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫৯ জনের নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম। ঘটনার ১৪ মাস পর আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয়েছে। ওসি জানান, গত বছর ১৯ জুলাই দুপুরে আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন মো. জিদান হোসেন (২২)। নিজেই বাদী হয়ে নারায়ণগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে গত ১১ সেপ্টেম্বর মামলার আবেদন করেন তিনি। পরে আবেদন আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি...