মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার যুগান্তরের শেষের পাতায় ডিবির মোবাইল আত্মসাতের কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর দেশ জুরে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে তাকে ডিবি থেকে সরানো হলো। ডিবি থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত ডিসি করা হয়েছে। তবে এ ঘটনায় আরেক অভিযুক্ত ডিবি রমনা বিভাগের ইন্সপেক্টর মো. আখতার মোর্শেদের বিরুদ্ধে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, যুগান্তরে সংবাদ প্রকাশের পর ডিবি রমনার ডিসিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্সপেক্টরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক নেতা শেখ ইবনে সাবিতকে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...