২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল কর্তৃক প্রকাশিত বিবৃতিতে ' শিক্ষার্থীদের শিবিরের গুপ্ত কর্মী' বলে শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা এবং শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় ছাত্রশিবিরের সম্পৃক্ততার ইঙ্গিত প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সুপরিকল্পিত নাটকীয়তা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশিত হওয়া সত্ত্বেও সাদা দল পরিকল্পিতভাবে প্রকৃত অপরাধীদের আড়াল করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ উত্থাপন করেছে।”...