ঢাকা বিভাগের সব জেলা থেকে ‘গুণী প্রধান শিক্ষক’ এবং ‘গুণী সহকারী শিক্ষক’ ক্যাটাগরিতে নির্বাচিতদের বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের জন্য ভাইবা আহ্বান করে ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের দফতর। গত রবিবার (২১ সেপ্টেম্বর) ছিল বাছাইয়ের নির্ধারিত দিন। কিন্তু তার আগেই গত ১৮ সেপ্টেম্বর মাত্র চারটি জেলার ভাইবা নিয়ে ‘গুণী প্রধান শিক্ষক’ এবং ‘গুণী সহকারী শিক্ষক’ মনোনয়ন দিয়ে পাঠানো হয় প্রাথমিক শিক্ষা অধিদফতরে। ঢাকা বিভাগীয় উপ-পরিচালক কার্যালয়ের ১৮ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, ‘ঢাকা বিভাগের প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়, সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে। বাছাই প্রতিযোগিতায় জেলা পর্যায়ে নির্বাচিত গুণী শিক্ষককে যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো।’ কিন্তু অভিযোগ ওঠে, বাছাই প্রতিযোগিতার নির্ধারিত দিনের আগেই ঢাকা জেলাসহ কয়েকটি জেলা বাদ দিয়ে মাত্র চারটি জেলার শিক্ষকদের...