বিমানযাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনকালে হযরত শাহজালালে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাত হাজার পাঁচশত আশি পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়,বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস-১৪৬ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টা ৩৫ মিনিটে রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিনকে (২০) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়,...