সিআইডির জালে আটকা পড়েছেন মাদক কারবারি থেকে বহুরূপী প্রতারণার মূলহোতা জোছনা খাতুন। সিআইডি মিডিয়া বিভাগ থেকে তাকে আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কাফরুল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, শুধু ইতালি নেওয়ার কথা বলে জাল ভিসা ধরিয়ে দেওয়া নয়, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর নাম করেও প্রতারণা করা হতো শত শত কোটি টাকা। আর এ চক্রের মূলহোতা ছিলেন জোছনা বেগম। তিনি পল্টন থানার ৮ নম্বর মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। ইতোমধ্যে এ চক্রের অন্যতম সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত সূত্রে সিআইডি আরও জানায়, প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকার চুক্তি হয়। বেশকিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় সে চুক্তির অর্থ। এরপর ভিক্টিমকে ভুয়া ভিসা ধরিয়ে...