শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরীকে পছন্দ করা নিয়ে দুই কিশোরের মধ্যে দ্বন্দ্বের জের অপর এক কিশোর খুন হয়েছে। ঘটনার একদিন পর সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা। নিহত আব্দুর রহমান (১৩) উপজেলার উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ নিজ গ্রামে এনে সোমবার রাত ১১টার দিকে দাফন করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ ও স্বজনরা জানান, ঘটনার দিন বিকালে আব্দুর রহমান তার পাঁচ বন্ধুকে নিয়ে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই গ্রামের আরেক কিশোর। এ নিয়ে দুই...