কিশোরগঞ্জে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে স্থানীয় এক বিএনপি নেতা। নিজ ওয়ার্ডের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে খিচুড়ি রান্না করে বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ আয়োজন করা হয়।রশিদাবাদ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. বিল্লাল এ আয়োজন করে।এ বিষয়ে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমাদের তৃণমূলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে চলার জন্য আজকে এ আয়োজন। সবাইকে একসঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া হয়েছে। আমাদের মধ্যে সম্পর্ক ধরে রাখার জন্য এটি একটি সুন্দর আয়োজন। আমরা এ উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখব।’কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন বলেন, ‘এ উদ্যোগটি ভালো লেগেছে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন। বিএনপির...