চাঁদে গিয়ে নভোচারীরা এক কাপ চা পানের মুহূর্ত উপভোগ করবেন– এমন ধারণা এখন আর অতটা অবাস্তব নাও হতে পারে। কারণ, নতুন গবেষণা বলছে, চাঁদের মাটিতে চা গাছ জন্মেছে। তবে মঙ্গলভূমিতে এমনটি ঘটেনি। ‘ইউনিভার্সিটি অফ কেন্ট’-এর একদল গবেষক বলেছেন, চাঁদের পরিবেশ অনুকরণ করে তৈরি মাটিতে চা গাছ জন্মাতে পারে। তাদের এ গবেষণা ভবিষ্যতের মহাকাশযাত্রায়, বিশেষ করে দীর্ঘ সময়ের মিশনে, নভোচারীরা কীভাবে নিজেদের খাবার নিজেরাই চাষ করতে পারেন– তারই আভাস দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। ‘ইউনিভার্সিটি অফ কেন্ট’-এর অধ্যাপক নাইজেল মেসন ও ড. সারা লোপেজ-গোমোলনের নেতৃত্বে পরিচালিত এ প্রকল্পে পার্টনারশিপ হিসেবে রয়েছে ‘ডার্টমুর টি’, ‘ইউরোপ্ল্যানেট’ ও ‘লাইটকার্ভ ফিল্মস’। গবেষণার জন্য চায়ের চারা কৃত্রিমভাবে তৈরি চাঁদ ও মঙ্গলের মাটিতে রোপণ করেছে গবেষক দলটি এবং সেগুলোর বৃদ্ধি পৃৃথিবীর মাটিতে জন্মানো বিভিন্ন চা...