জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্তার ঘটনায় আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা—তা বাংলাদেশের ভেতরে হোক বা দেশের সীমানার বাইরে হোক—কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করে জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর...