কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি অর্থবছরের (২০২৪–২৫) কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক সফিকুর রহমান এবং জেলা ও মহানগর কমিটির কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। ড্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ড্যাবের গঠনতান্ত্রিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সূত্রে জানা গেছে, হাসপাতালের ২৪ কোটি...