কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার ‘চিহ্নিত অপহরণকারী’ রুবেলের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে এক ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা মো. রুবেলকেও (২৫) গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মো. রুবেল টেকনাফে সদর ইউনিয়নের গোদারবিল ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মোহাম্মদ হাকিমের ছেলে। উদ্ধার হওয়া ভিকটিম টেকনাফ সাবরাং ইউনিয়নের দক্ষিণ গোলারপাড়া ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার নাছির আহমদের ছেলে আব্দুল মান্নান (২৫)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় অপহৃতের বোন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশের একটি দল অপহৃতকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে অপহরণকারীদের মূলহোতা রুবেলকে গ্রেপ্তার করা হয় এবং অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের ৪/৫ জন সদস্য...