চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশকে সুন্দর করে রাখব। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নূরপুর জিসি-কালীবাড়ি আরএন্ডএইচ ( সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সড়কের পাশে লাগানো বৃক্ষরোপণ কর্মসূচী পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জিয়াউদ্দীন বলেন, বালু মহল রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে প্রচুর মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন যন্ত্র-সামগ্রী জব্দ করা হচ্ছে। জেল জরিমানা করা হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ দিনের অনিয়মের কারণে দুর্বৃত্তরা সমাজে যেভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা পরিবেশে যেভাবে ক্ষতি করছে, বালু লোট করছে, এর মাধ্যমে তারা দেশকে বিপদাপন্ন করছে। আমাদের জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের...