অনেক পরিবারে সন্তানরা কিছুতেই সকালে ঘুম থেকে উঠতে চায় না। এমন অভিযোগ প্রায় মা-বাবার মুখেই শোনা যায়। সকালে ঘুম থেকে ওঠার নিঃসন্দেহে কিছু সুফল আছে। তবে সব নিয়ম শেখানোরও কিছু পদ্ধতি আছে। অভিভাবকেরা সন্তানকে জীবনের পাঠ দিতে গিয়ে অনেক কড়াকড়ি দিয়ে ফেলেন। যে কারণে অনেক সময় হিতে-বিপরীত হয়। সন্তানের মনেও নানা আশঙ্কা বাসা বাঁধে। শাসন করা ভালো। তবে মা-বাবাকেও বুঝতে হবে কতটা শাসন করা উচিত, কতটা নয়। জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছুই আদতে শিখে উঠতে পারে না শিশুরা। বরং খুদের মনে অস্থিরতা তৈরি হয়। তাই নিয়মের মধ্যে না বেঁধে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন। সেটা পারস্পরিক আলোচনা, গল্পের মাধ্যমেও হতে পারে। বিশেষ করে কিছু কাজ সকালে একেবারেই না করানো ভালো। কী সেসব কাজ, চলুন জেনে নেওয়া যাক— সকালে সন্তান ঘুম...