ইজারাবিহীন কলাগাঁও সীমান্তছড়ায় খনিজ বালিবোঝাই দুই ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। সোমবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বালিবোঝাই ট্রলার দুটি জব্দ করে। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা অতিক্রম করে ফেরার পথে কলাগাঁওছড়া নদী থেকে চারাগাঁও বিওপির টহল দল সোমবার দুটি বালিবোঝাই ট্রলার জব্দ করে। জব্দৃকৃত বালি ও ট্রলার দুটির মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। ইজারাবিহীন কলাগাঁও সীমান্তছড়ায় খনিজ বালিবোঝাই দুই ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। সোমবার ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বালিবোঝাই ট্রলার দুটি জব্দ করে। ২৮...