জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি সংস্থাটির ওপর গুরু দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী ভাষণে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ কখনোই এত গুরুত্বপূর্ণ ছিল না। এই সঙ্কটের মুহূর্তে জাতিসংঘের সঠিক দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার দিকে তিনি ইঙ্গিত করেন। খবর বিবিসির।গুতেরেস বলেন, আমাদের অনন্য বৈধতা, আমাদের আহ্বায়ক শক্তি, জাতিগুলোকে ঐক্যবদ্ধ করার, বিভক্তি দূর করার এবং আমাদের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বিশ্বের আমাদের প্রয়োজন। জাতিসংঘকে আরও শক্তিশালী, আরও কার্যকর এবং আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সঠিক পছন্দগুলো কী তা জানা যথেষ্ট নয়, আমি আপনাকে (পরিষদকে) সেগুলো করার জন্য অনুরোধ করছি।তিনি বলেন, বিশ্বকে কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়। শান্তি,...