দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের কাছে ফুল দিয়ে তারা দলটিতে যোগ দেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা যোগদান করেন।বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুরজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সোনামিয়া মোল্লা এবং মফিজুল হক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য। তারা সবাই উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড0এম জাহিদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ...