দেশজুড়ে চাঞ্চল্যের জন্ম দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম যিনি নিজেকে সিআইএ’র এজেন্ট বলে দাবি করেছিলেন এবার রিমান্ডে ফাঁস করলেন আরও বিস্ফোরক তথ্য! ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে আলোচিত দুই রাজনৈতিক দল রফিকুল আমীনের “আমজনগণ পার্টি” এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের “জনতা পার্টি বাংলাদেশ” দুটোর পেছনেই তার অর্থায়ন ছিল। তার ভাষ্য অনুযায়ী, উভয় দলের ফান্ডে তিনি দিয়েছেন মোট এক কোটি টাকা! গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে ‘সন্দেহজনকভাবে ঘোরাফেরা’ করার সময় এনায়েতকে আটক করে পুলিশ। তখনই তিনি নিজেকে পরিচয় দেন সিআইএ এজেন্ট হিসেবে। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই স্পষ্ট হয়ে ওঠে, এটি এক ধরনের প্রতারণা ও বিভ্রান্তিমূলক পরিচয়। এরপরই শুরু হয় তদন্তের পেছনের গল্প। আদালতের অনুমতিতে রিমান্ডে নেওয়া হয় এনায়েত ও তার সহযোগী এস...