ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়নাত্রন সেল ঢাকার মহা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আকতার উজ জামান। সভায় বিষয়ের উপর বিশেষ উপস্থাপন করেন মাগুরা সিভিলসার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান। তামাক নিয়ন্ত্রনের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল, মাগুরা সিভিল সার্জন এ-র প্রতিনিধি ডাঃ আফজাল হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি মাহবুবর রহমান,জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ প্রমুখ।...