অনেক নাটকের পর অবশেষে বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমে ঘোষিত তফসিলের নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর এই তালিকা প্রকাশ করা হয়। তবে সেটি জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে এই ভোটার তালিকায়। এছাড়াও কাউন্সিলর তালিকায় রাখা হয়সি ১৫টি ক্লাবে। নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলের নাম নেই এই তালিকায়। গত শনিবার ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত সময় ছিল সোমবার সন্ধ্যা ৭টা। সেই তালিকা প্রকাশ করা হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। তালিকা প্রকাশের মিনিটখানেক আগে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সেখানে উল্লেখ করা হয়, খসড়া তালিকা প্রকাশের নির্ধারিত সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা। এরপরই খসড়া তালিকা প্রকাশ করা হয়। ছয় জেলার প্রতিনিধি...