মঙ্গলবার ভোরে এ অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয়রা ও স্বজনরা জানান, সৌদি প্রবাসী মো. মানিক দেশে আসার পর স্থানীয় শ্রমিক দলের কয়েকজন তার নিকট উন্নয়ন কাজের নামে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি। পরে ওই প্রবাসী সৌদি চলে গেলে সন্ত্রাসীরা প্রতিশোধ হিসেবে তার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ক্ষতিগ্রস্ত প্রবাসী মানিকের স্ত্রী জান্নাত বেগম জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছে। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে তিনি প্রায়ই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে থাকতে বাধ্য হন। এ সুযোগে সন্ত্রাসীরা একমাত্র আধাপাকা টিনের ঘরটি আগুনে পুড়ে দেয়। ঘটনাস্থলে প্রবাসী মানিকের...