সানজিদা জান্নাত পিংকি, গবি ||রাইজিংবিডি.কম ঢাকার সাভারের বংশী নদীর তীর ঘেঁষে ৩২ একরে বিস্তৃত গণ বিশ্ববিদ্যালয় (গবি)। কখনো বাদামতলার ছায়াঘেরা গাছতলায়, কখনো একাডেমিক ভবনের করিডরে কিংবা ট্রান্সপোর্ট চত্বরে—যেদিকেই তাকানো যায়, কানে ভেসে আসে সুর আর স্লোগান। কেউ হাতে গিটার, কেউ দোতারা বা ডুগডুগি বাজাচ্ছেন, আর আশপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা তালমিলিয়ে গাইছেন। দীর্ঘ ৭ বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের আমেজে এমন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।আরো পড়ুন:রাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটি বাতিলচাকসু: ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে চলেছে জোরদার প্রচার। শেষ দিন মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এসে সেই প্রচার যেন রূপ নিয়েছে রঙিন উৎসবে। বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের করিডোরে ঢুকলেই চোখে পড়ে একদল শিক্ষার্থীকে। সামনে হাঁটছেন এক প্রার্থী,...