‘আমার সন্তানদের তুমি দেখে রেখো আর আমাকে মাফ করে দিও’ মৃত্যুর আগে স্ত্রী মনিরা আক্তারকে এ কথা বলেছিলেন আইসিইউতে থাকা ফাইটার শামীম আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এ কথা জানান মৃত ফায়ার ফাইটার শামীমের স্ত্রী মনিরা আক্তার। তিনি বলেন, আমরা টঙ্গী ফায়ার স্টেশনের কোয়ার্টারে থাকি। গতকাল টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে টঙ্গী ফায়ার স্টেশন থেকে আগুন নিভাতে গিয়ে কেমিক্যাল গোডাউনের বিস্ফোরণের আমার স্বামী অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের পুরাটাই পড়ে গিয়েছিল। দুপুরে তার সঙ্গে শেষবারের মতো আমার কথা হয় আইসিইউর ভেতরে। তখন আমার স্বামী আমাকে বলেছিলেন তুমি আমার সন্তানদের দেখে রেখো আমি বাঁচবো না আর আমাকে মাফ করে দিও।...