ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ সময় বড় ধরনের অনিয়মের প্রমাণ মেলেনি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। পরে দুদক কর্মকর্তারা জানান, উল্লেখযোগ্য কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে বাজারমূল্যে জমি রেজিস্ট্রি না হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে এবং অসাধু ব্যক্তিরা উচ্চমূল্যের জমি কম মূল্যে রেজিস্ট্রি করে সুবিধা নিচ্ছে। এছাড়া পৌরসভার জমির দলিল করার সময় আয়কর প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক হলেও কয়েকটি দলিলে তা পাওয়া যায়নি। বায়নানামা রেজিস্ট্রি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে বলেও তারা উল্লেখ করেন।...