২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম নাটোরের লালপুরের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে (বিসিআইসি) সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারে মেসার্স মৃদুল এন্টারপ্রাইজ এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেহেদী জাহান ও সুব্রত কুমার সরকার। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, বিলমাড়িয়া বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে মেসার্স মৃদুল এন্টারপ্রাইজ এর মালিককে...