মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা প্রত্যন্ত ও অনুন্নত এলাকাতেও দ্রুত গতির, কম বিলম্বের সংযোগ সরবরাহ করছে। এ অংশীদারত্বের মাধ্যমে গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশি গ্রাহক, ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে গেলো। গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। স্টারলিংকের অফিসিয়াল রি-সেলার হিসেবে দেশের সব অঞ্চলে ইন্টারনেট সেবার ঘাটতি কমিয়ে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে ভূমিকা রাখতে পারবো। স্টারলিংক মিনি কিট:যারা প্রতিনিয়ত ট্রাভেল (ভ্রমণ)...