বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে ভোটের দিনক্ষণ আর পরিবর্তন করা হয়নি, আগামী ৬ অক্টোবর হবে নির্বাচনের ভোট গ্রহণ এবং ফল প্রকাশ। মঙ্গলবার সন্ধ্যায় সংশোধিত তফসিল জানিয়েছে বিসিবি। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। আগের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ২২ সেপ্টেম্বর প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। এবার তা ২৬ সেপ্টেম্বর দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ করা হবে শুধু ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল আগের মতোই ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে।...