নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে ঘটনা উদ্বেগজনক যা নিন্দা জানাচ্ছে সরকার। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছ, এই হামলা পরিচালনা করেছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা। আরও বলা হয়, এই জঘন্য কাজটি একটি স্পষ্ট ও বেদনাদায়ক স্মৃতি মনে করিয়ে দেয়—হাসিনা শাসনামলে যে বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়েছিল, সেটি নির্মূল করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের সফরের সময় সম্ভাব্য...