জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কে পৌঁছে সারা দিন নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক নজরে তাঁর কার্যক্রম: নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক বৈঠকে মূল প্রবন্ধ জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইডলাইন...