টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিসহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিস তালা লাগিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর দুই দফা পেশ করে আলটিমেটাম দেন। পরে কিছু শিক্ষার্থীরা তালা খুলে দেন। তাদের দাবিগুলো হলো- জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সব কার্যক্রম চলবে। বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য...