২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশ সদর দফতরের ভুয়া এএসপি ও সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারীসহ চারজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সেনা ক্যাপ্টেন পরিচয়দানকারীকে সেনাবাহিনী ময়মনসিংহ ক্যান্টনমেন্টে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে একটি প্রাইভেটকারে করে দুই যুবক মুক্তাগাছা থানায় প্রবেশ করে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার পুগুলিয়া গ্রামের ইফতেখার শাহীন (২৪) নিজেকে পুলিশ সদর দফতরের এএসপি পরিচয় দেন। তার সহযোগী মুক্তাগাছার মুজাটি চরপাড়া গ্রামের সাব্বির আহমেদ সৌরভ (২৪) সেনা সদর দফতরের ক্যাপ্টেন পরিচয়ে থানায় প্রবেশ করে। তাদের সঙ্গে ছিলেন গাড়িচালক নরসিংদীর তানভির খন্দকার এবং মুক্তাগাছার শ্যামপুরের ফাহমিদুল হাসান (২৮)। থানায় প্রবেশের পর তারা অফিসার ইনচার্জের কক্ষে বসে পূর্বের একটি...