কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ও প্রসাধনী জব্দ ও ধ্বংস করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান। তিনি বলেন, এদিন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এতে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটি বাজার এলাকায় মোল্লা বাড়ির সিয়ামকে দুই লাখ টাকা জরিমানা এবং কোলচরের সানোয়ার রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ঔষধ ও...