জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী বলেছেন, শেখ হাসিনার সময়ে সংসদে জাতীয় পার্টি ছিল গৃহপালিত দল, বিএনপি ছিল সেমি-গৃহপালিত। বিএনপির ব্যর্থতার কারণে দুই হাজার ভাইকে শহীদ হতে দেখেছি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল করেন নাগরিক পার্টির নেতাকর্মীরা। প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে নাসীরুদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাদের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে (নিউইয়র্কে) নিয়ে গিয়েছেন; লীগের সামনে গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন। এটা ইউনূসের জন্য লজ্জার। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণায়লকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। তিনি বলেন, সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা...