চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক (ইউনিফর্ম) তৈরিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ইউপিডিএফ নেতা সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে গত বৃহস্পতিবার নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে। পরে তাকে পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে গতকাল সোমবার আদালত তা মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, কেএনএফ সন্দেহজনক পোশাক তৈরিতে সহায়তার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রিমান্ড আবেদনে বলা হয়েছে,...