প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আঙিনা, আলো-অন্ধকার, ইট-কাঠ আর শিল্পকর্মের সঙ্গে একাকার হয়ে কাজ করেছেন সহকারী শিল্প নির্দেশক মোহাম্মদ খোরশেদ আলম। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু দীর্ঘ পথচলার পর এবার সময় হলো বিদায়ের—এফডিসির কোলাহল ছেড়ে তিনি ফিরছেন আপন ভিটায়। চলচ্চিত্রকর্মী হিসেবে জীবনের ৪৭ বছর উৎসর্গ করা এই শিল্প নির্দেশক বর্তমানে গুরুতর অসুস্থ। জীবনের এই সন্ধিক্ষণে তার পাশে দাঁড়াতে শুরু করেছেন সহকর্মী ও নতুন প্রজন্মের শিল্পীরা। মানবিক এই উদ্যোগে ইতোমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খান, প্রযোজক-অভিনেতা মুন্না খানসহ আরও অনেকে। চলচ্চিত্র সাংবাদিকরাও খোরশেদ আলমকে সম্মানের সঙ্গে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন। সেই অংশ হিসেবেই বুধবার (২৪...